× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরডিজেএ'র সভাপতি বাতেন বিপ্লব, সাধারণ সম্পাদক ইমন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩০ পিএম । আপডেটঃ ২০ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩৩ এএম

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বিবার্ষিক নির্বাচনে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) এবং সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই নির্বাচন।

নির্বাচনে সভাপতি পদে বাতেন বিপ্লব ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান পান ৪৪ ভোট। অধিকাংশ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মাত্র চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন:

  • সহ-সভাপতি: রাশেদুল হক সরকার (জিরো আওয়ার) ও হাবিবুর রহমান (ইনকিলাব)
  • যুগ্ম সাধারণ সম্পাদক: মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টিভি)
  • অর্থ সম্পাদক: কাদের বাবু (বাবুই)
  • সাংগঠনিক সম্পাদক: গোলেনুর খাতুন রুপা (এসএ টিভি)
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: আরিফুল ইসলাম আরিফ (বাহান্ন নিউজ)
  • সাংস্কৃতিক সম্পাদক: সাইফুল ইসলাম খান (এশিয়ান টিভি)
  • ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক: আসমাউল মুত্তাকিন সরকার (মাছরাঙা টিভি)
  • দপ্তর সম্পাদক: জাহিদ কাজী (প্রতিদিনের সংবাদ)


এছাড়াও, কার্যনির্বাহী পদে সদস্যদের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি টিভি), এম. জে. ইসলাম (ফিন্যান্সিয়াল পোস্ট) ও আবুল কাশেম আজাদ (চলমান সময়)। নির্বাচন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক দুররানী এবং নির্বাচন কমিশনের সদস্য এম এম মাসুদ ও সামসুজ্জামান জোহা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.