× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টা চালাবো: মির্জা ফখরুল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৪, ১৯:৫৫ পিএম । আপডেটঃ ২৮ নভেম্বর ২০২৪, ২১:৪৩ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যেকোন মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব। আমরা আপনাদের (গণমাধ্যম) সঙ্গে আছি, জনগণের সঙ্গে আছি। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। নোয়াব সভাপতি একে আজাদের সভাপতিত্বে এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এসময় সংবাদমাধ্যমের ওপর আক্রমণের নিন্দা জানান ফখরুল। বলেন, আমরা বিবৃতি দিয়ে বিষয়গুলোর নিন্দা জানিয়েছি। গত ১৫ বছর সব সময় ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম। কখন কোন মুহূর্তে কী লেখার জন্য, কী বলার জন্য যারা পত্রপত্রিকায় লিখতেন তারা, আমাদের রাজনৈতিক নেতাদের কখন কী বলার জন্য কারাগারে যেতে না হয়, মামলা না হয় এই বিষয়গুলো নিয়ে। আজকে এই সময়ে, এই বিষয়ে কথা বলতে হবে এটা আমি আগে কখনো ভাবিনি। বিশেষ করে ৫ই আগস্টের পর যখন আমরা সবাই মুক্ত একটা দেশে, ফ্যাসিস্ট মুক্ত একটা দেশে বাস করছি। দুর্ভাগ্য আমাদের, আজকে ৫৩ বছর পর ছাত্র-জনতার অভ্যুত্থানের পরেও এই মিডিয়ার উপরে আক্রমণের বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। আমি গত পরশুও বলেছি, তার আগে আমি বিবৃতি দিয়েছি। যে আমরা এটার ধিক্কার ও নিন্দা জানাই। আমরা সব সময় মনে করি, আমাদের লড়াইটাইত বাকস্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমি আমার কথা বলতে চাই, আমি আমার অধিকার প্রয়োগ করতে চাই, ভোটের অধিকার প্রয়োগ করতে চাই। এই বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয়। 

তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের। আজকে কিছু মানুষ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিছু কথা বলা হচ্ছে যেগুলো পুরোপুরি নৈরাজ্যের ও এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে বন্ধ করা দরকার। না হলে যে লক্ষ্য নিয়ে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, আমাদের মানুষেরা প্রাণ দিয়েছে, তার সবটাই ব্যর্থ হয়ে যাবে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম আমরা করেছি গণতন্ত্রের জন্য। মাঝে মাঝে হঠাৎ করে কিছু কাজ হয় যেটা বিরাজনীতিকী করণের দিকে নিয়ে যান।

ফখরুল বলেন, এটা আমাদের সকলকে অত্যন্ত সচেতনভাবে পরিহার করা দরকার। আমি মনে করি, নির্বাচিত সরকার যেকোন সরকার থেকে ভালো। সে যেই হোক, আসুক...। কিন্তু আমি সেটাকে ঠিক করে দেব, নিয়ন্ত্রণ করবো, গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করবো এটা আমি বিশ্বাস করি না। গণতন্ত্রের চর্চা হোক, সেই চর্চার মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

তিনি বলেন, একটা নৈরাজ্য সৃষ্টি করা, হটকারিতার দিকে যাওয়া, এই মুহূর্তে জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আমরা বারবার এ কথা বলছি। আমরা যেন এমন কিছু না করি, আজকে যে পরাজিত ফ্যাসিস্ট পালিয়ে গেছে, ভারতে এবং সে নিরাপদ আশ্রয়েই আছে। সেখান থেকে কলকাঠি নাড়ছে যে বাংলাদেশে গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তব রূপ দেয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে নস্যাৎ করার জন্য। এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের বেশি প্রয়োজন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.