সে দিন অকস্মাৎ তুমি চলে যাওয়ার পর হতবুদ্ধি মতো বসে ছিলাম সমস্ত বিকেল। ক্রমেই সূর্যালোক ক্ষীণ হয়ে আসছিল, নেমে আসছিল সন্ধ্যা নেমে আসছিল অন্ধকার। সেই আঁধারে নিজেকে যেন নিজের মাঝেই হারিয়ে ফেলেছিলাম। আবার খুঁজে বেড়িয়েছি নিজের নিজেই।
এভাবে একদিন জীবন বাঁধা পড়ে কোনো এক অজানা ব্যস্ততায়। ব্যস্ততা মানুষকে অনেক কিছু থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু একান্ত ভুলতে চাওয়ার প্রত্যাশায় বসে থাকা এক মাত্র তোমাকে ছাড়া।
তোমাকে আমি ভুলিনি এমনকি ভুলতেও পারবোনা_তোমাকে আমি ভালোবেসেছি, তুমি মানো বা না মানো তুমি আমার একান্ত আমার।
তবু কেনো জানি মাঝ রাতে ফস করে জ্বলে ওঠে দেশলাই ক্রমান্বয়ে ফুরিয়ে আসে সিগারেট পুড়ে যাচ্ছে বুক জাগছি আমি নিদ্রাহীন পাখির মতো_সাথে জেগে আছে এসট্রে জেগে আছে পুরোনো এলবাম জেগে আছে ডাইরি জেগে আছে আমাদের স্মৃতি।