নিশীথের অন্ধকারে নক্ষত্র যখন আলো ছড়ায়,
ঠিক তখনই দেখতে পেয়েছি রমণী তোমায়।
কে তুমি কি বা তোমার পরিচয়?
বিস্ময়ে কাছে যেতেই প্রমাণ করে দিলে
মায়াকে ছোঁয়ার প্রত্যাশা কতোটা বিধুর হয়!
মায়ার বড় নিদারুণ যার কাছে হার
মেনেছে পৃথিবীর সমস্ত জৈবিক শক্তি!
আর সেখানে আমি এক তুচ্ছ প্রাণ।
আর রইলো তোমার চোখ
তোমার চোখের দিকে তাকালেই মনে হয়,
গ্যালিলিও গ্যালিলির প্রথম আবিষ্কার যেন
এই দুটি উজ্জ্বল নক্ষত্রকে খুঁজে পাবার আশায়!
সৌন্দর্যের ভয়াবহ রূপ দেখেছি সেখানে,
সমস্ত আকাশ জুড়ে এর চেয়ে সুন্দর নক্ষত্র যেন আর নেই,
নেই মিল্কিওয়ে এন্ড্রোমিডা তেও!