× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্য আটক

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৪ জুন ২০২৪, ১২:১১ পিএম । আপডেটঃ ১৪ জুন ২০২৪, ১২:১২ পিএম

ছবি: সংগৃহীত

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। তাদের কাছ থেকে ৫০০ টিকিট জব্দ করা হয়েছে। অন্যের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে এসব টিকিট সংগ্রহ করেছে তারা। চড়া দামে যাত্রীদের কাছে বিক্রি করার জন্যই টিকিটগুলো সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ের স্টেশনের প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব-৩। আটক ব্যক্তিরা হলেন-সোহেল রানা, মাহবুবুর রহমান, বকুল হোসেন, শিপন আহমেদ, আরিফ, শাহাদাত হোসেন, মনির, শিপন চন্দ্র দাস, মনির আহমেদ ও রাজা মোল্লা। 

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. ফিরোজ কবীর বলেন, সোহেল ও আরিফুল ঠাকুরগাঁও ও ঢাকা থেকে কালোবাজারির দুটি চক্র পরিচালনা করত। আমরা বৃহস্পতিবার রাতে অভিযান শুরু করি। ঢাকার কমলাপুর ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের আটক করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.