গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করবেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ঈদের ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুললে এ আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১৩ জুন) ব্যারিস্টার মামুন সাংবাদিকদের বলেন, ‘নিম্ন আদালতে এ মামলায় অভিযোগ গঠনের আদেশের কপি পাওয়ার পর সেটা পর্যালোচনা শেষে আমরা হাইকোর্টে আবেদন করব। সে ক্ষেত্রে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হতে পারে, আবার নিম্ন আদালতের আদেশ বাতিল চেয়েও আবেদন করা হতে পারে।’
গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে গত বুধবার অভিযোগ গঠন করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
গত ২ জুন অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি হয়। এতে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল তাদের বিরুদ্ধে অভিযোগ করার আবেদন জানান। শুনানিতে ড. ইউনূসসহ ১৪ জনের আইনজীবীরা অব্যাহতি চেয়ে বক্তব্য উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য গত ১২ জুন দিন ধার্য করেছিলেন।