বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেফতার ৩১ কারাবন্দীকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে নিরাপত্তা বাহীনির কঠোর নিরাপত্তায় বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয় তাদের।
বান্দরবান কারাগার সূত্রে জানা যায়, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় বান্দরবান কারাগারে বন্দী কেএনএফ সদস্যের মধ্যে ৩১ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। বান্দরবান কারাগারে জায়গা সংকট হওয়ায় তাঁদের চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়। এদের মধ্যে কেএনএফের ১৬ জন পুরূষ ও ১৫ জন নারী সদস্য রয়েছেন।
বন্দরবান জেল সুপার মো.জান্নাত উল ফরহাদ বলেন, কারাগারে জায়গা সংকট হওয়ায় কারাবন্দী ৩১ কেএনএফ সদস্যকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারগারে স্থানান্তরিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট,মসজিদে হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা ২১টি মামলায় যৌথ বাহিনীর অভিযানে এই পর্যন্ত কেএনএফ সদস্য সন্দেহে গ্রেফতারকৃত ৯০ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।