× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কর্ণফুলী গ্যাস কোম্পানির এমডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৩ মে ২০২৪, ০৭:৩৪ এএম । আপডেটঃ ২৩ মে ২০২৪, ০৭:৩৪ এএম

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আদেশ পালন না করার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু সাকলায়েনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) ওই ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীর করা আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানির জন্য ২৪ জুলাই পরবর্তী দিন রেখেছেন আদালত।

আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় তাকিয়া এলাকার তৃষা সিএনজি ফিলিং স্টেশনকে ২০২৩ সালের ৬ নভেম্বর আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে গ্যাস সংযোগ দিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন। এর বিরুদ্ধে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

পরে ১৫ জানুয়ারি চেম্বার আদালত হাইকোর্টের আদেশ সংশোধন করে ৩০ দিনের স্থলে ৯০ দিনের মধ্যে গ্যাস সংযোগ দিতে নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশ অনুসারে সংশ্লিষ্ট বিবাদি গ্যাস সংযোগ দেননি। এরপর তিন দফায় নোটিশ দেওয়া হয়। তাতেও কোনো পদক্ষেপ না নেওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.