× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ:

নারায়ণগঞ্জে ৮ শতাধিক শ্রমিকের নামে মামলা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৪, ১৩:৩৭ পিএম । আপডেটঃ ২৭ এপ্রিল ২০২৪, ২৩:১৮ পিএম

সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৮৩০ জনের নামে মামলা করা হয়েছে। তবে এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।

শনিবার শিল্প পুলিশ-৪ এর এসআই রফিকুল ইসলাম ৩০ জন শ্রমিক ও শ্রমিক নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৮০০ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম।

মার্চের বকেয়া বেতনের দাবিতে ২১ এপ্রিল দুপুরে ক্রোনী গ্রুপের ‘অবন্তী কালার টেক্স লিমিটেড’ কারখানার শ্রমিকরা ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এক পর্যায়ে তাদের সঙ্গে শিল্প পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন শ্রমিক ও ১০ পুলিশ সদস্য আহত হয়; আহত শ্রমিকদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের ছয় দিন পর সরকারি কাজে বাধা, রাস্তা অবরোধ ও হামলার অভিযোগে ৩০ শ্রমিক ও শ্রমিক নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৮০০ জনের বিরুদ্ধে মামলা দিল পুলিশ।

এজাহারে বলা হয়েছে, মার্চের বেতনের দাবিতে ২১ এপ্রিল কারখানাটির শ্রমিকরা সড়ক অবরোধ করেন। শ্রমিকদের রাস্তা থেকে সরে যেতে বলা হলে তারা পুলিশের ওপর হামলা চালায়, ইটপাটকেল নিক্ষেপ এবং জলকামান ভাঙচুর করে ২০ লাখ টাকার ক্ষতি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮৫টি গুলি ও ১৩ রাউন্ড কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।

কিছু শ্রমিক নেতার পরোক্ষ প্ররোচনায় শ্রমিকরা বেআইনি জনতাবদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের কাজে বাধা, রাস্তা অবরোধ, কর্তব্যরত পুলিশ সদস্যদের লাঞ্ছিত ও গাড়ি ভাঙচুর করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

শিল্প পুলিশের এই মামলার নিন্দা জানিয়ে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স সংগঠনের বিসিক ইউনিটের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল, তখন পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও গুলি চালায়।

পুলিশ চাইলে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারত। এখন, তারা কারখানার মালিকদের সুবিধা দিতে শ্রমিকদের পাশাপাশি শ্রমিক নেতাদের বিরুদ্ধেও মামলা করেছে।

পুলিশের করা ওই মামলায় জাকির হোসেনসহ তার সংগঠনের আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সহকারী সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন এবং সহকারী সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.