× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুতার মধ্যে মিলল কোটি টাকার স্বর্ণ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ মার্চ ২০২৪, ১২:৫২ পিএম । আপডেটঃ ১৫ মার্চ ২০২৪, ১২:৫২ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতা, পোশাক ও ব্যাগের ভেতর থেকে ৩২টি স্বর্ণের চুরি উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ২২ লাখ টাকা।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টায় এসব স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম রফিফুল ইসলাম বকুল (৪৩)। তার পাসপোর্ট নম্বর A07970192।

বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ আজ সকাল ৯টা ২ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। নিয়মিত তল্লাশির সময় যাত্রী মো. রফিকুল ইসলাম বকুলকে দেখে সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। এ সময় তার জুতা, পোশাক ও ব্যাগেজের ভেতর থেকে এক কেজি ২২০ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের চুরি উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মহিউদ্দিন  বলেন, আটক ব্যক্তিকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দ করা স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

পতেঙ্গা থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, আটক রফিকুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের কক্সবাজারের মহেশখালী এলাকায়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.