যশোরের শার্শার সীমান্তবর্তী ইছামতী নদী থেকে মশিয়ার রহমান (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। তাঁর কাছে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০ পিস স্বর্ণের বার পাওয়া গেছে।
বুধবার দুপুরে মশিয়ারের মরদেহ উদ্ধার হয়। বিজিবি বলেছে, শার্শার হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে মশিয়ার স্বর্ণ চোরাকারবারে যুক্ত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত ১০ মার্চ দুপুরে মশিয়ারকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যান রহিম ও জামাল নামে দুই ব্যক্তি। ঘণ্টাখানেক পর রহিমের ছেলে তাদের খবর দেন, মশিয়ার ইছামতীতে ডুবে গেছেন। বিষয়টি তারা বিজিবিকে জানান। পরে বিজিবি ও বিএসএফ ইছামতী নদীতে খোঁজাখুঁজি শুরু করে। বুধবার ইছামতীতে একটি মরদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি ও পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই মরদেহ মশিয়ারের বলে শনাক্ত করেছেন তার পরিবারের সদস্যরা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, মশিয়ার রহমান স্বর্ণ চোরাচালানে যুক্ত ছিলেন। তাঁর মরদেহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা বলে জানান তিনি।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’