× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলিক আইন অনুবাদে কমিটি করতে বলল হাই কোর্ট

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৩ এএম । আপডেটঃ ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৩ এএম

ফাইল ছবি

মৌলিক আইনগুলো বাংলায় অনুবাদ করতে পাঁচ সদস্যের কমিটি করতে বলেছে হাই কোর্ট।

একটি রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেয়।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

শিশির মনির বলেন, আইন মন্ত্রণালয়ের একজন, আইন কমিশনের একজন, বাংলা একাডেমির একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন ও আইন বিভাগের একজন প্রতিনিধি কমিটিতে রাখতে বলা হয়েছে।

কমিটিকে আগামী ২৯ অগাস্টের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

২০২২ সালের ১৪ মার্চ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর করা রিট আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট রুল দিয়েছিল।

এতে দেশের প্রচলিত মৌলিক আইনের বাংলায় অনুবাদ হওয়া নির্ভরযোগ্য পাঠ প্রণয়ন ও প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

রিটের আগে এই ১০ আইনজীবী নোটিস দিয়েছিলেন। সরকারের সংশ্লিষ্টদের নোটিসের জবাব দিতে বলা হয়।

নোটিসে বলা হয়, আদালতের যাবতীয় কার্যাবলি আইনের আলোকে পরিচালিত হয়। আদালতের কার্যক্রম সংক্রান্ত মৌলিক আইনগুলো হলো দণ্ডবিধি, সাক্ষ্য আইন, চুক্তি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সিভিল কোর্টস অ্যাক্ট, সম্পত্তি হস্তান্তর আইন, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি ও তামাদি আইন।

এ ছাড়া রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাই কোর্ট বিভাগ) রুলস, ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস, সিভিল রুলস অ্যান্ড অর্ডারস।

অধিকাংশ আইন ব্রিটিশ আমলে ও ইংরেজি ভাষায় প্রণয়ন করা।

রিট আবেদনে বলা হয়, আদালতে ফৌজদারি এবং দেওয়ানি মামলার বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এসব আইনের গুরুত্ব ও ব্যবহার সর্বাধিক। এ আইনগুলোর বাংলায় অনূদিত নির্ভরযোগ্য পাঠ প্রণয়ন ও প্রকাশ ছাড়া আদালতের সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের আইনি বিধান সম্পূর্ণ অর্থহীন এবং অযৌক্তিক।

এতে বলা হয়, এখন পর্যন্ত এসব মৌলিক আইনের কোনো নির্ভরযোগ্য বাংলা পাঠ প্রণয়ন করা হয়নি। সর্বস্তরে বিশেষত আদালতে বাংলা ভাষা প্রচলনের স্বার্থে উক্ত মৌলিক আইন সমূহের বাংলায় অনুদিত নির্ভরযোগ্য পাঠপ্রকাশ অত্যাবশ্যক।

এমতাবস্থায় মৌলিক আইনগুলোর বাংলায় অনুদিত নির্ভরযোগ্য পাঠ প্রকাশে কার্যকর উদ্যোগ গ্রহণে নোটিশে অনুরোধ জানানো হয়।

রিটকারী ১০ আইনজীবী হলেন-মোস্তাফিজুর রহমান, মীর ওসমান বিন নাসিম, মো. আসাদ উদ্দিন, মোহা. মুজাহিদুল ইসলাম, মো. জোবায়েদুর রহমান, মো. আব্দুস সবুর দেওয়ান, আল রেজা মো. আমির, আব্দুল্লাহ হিল মারুফ ফাহিম, জি এম মুজাহিদুর রহমান ও মো. জহিরুল ইসলাম।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.