ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর মৃত্যুর মামলায় গ্রেপ্তার ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে তাদের ৩ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ আদেশ দেন।
এর আগে, দুপুর সোয়া ৩টার দিকে ঢাকার সিএমএম আদালতে আনা হয় তাদের। পরে আসামিদের ৫ দিন করে রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার পুলিশ উপ-পরিদর্শক নাজমুল হাসান। অন্যদিকে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল ও জামিনের আবেদন করেন আসামিদের আইনজীবী চৈতন্য হালদার ও আশরাফুল আলম।
শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তিন দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহত প্রীতির বাবা লোকেশ উড়ান। মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক (৬৫), তার স্ত্রী তানিয়া খন্দকারকে (৪৭) আসামি করা হয়।
এ প্রসঙ্গে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ৩০৪ এর (ক) ধারায় মামলা নেওয়া হয়েছে। মামলার বাদী গৃহকর্মীর বাবা লুকেশ উড়ান।
এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ৯ তলা থেকে পড়ে প্রীতি নিহত হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার, মেয়ে আফরিন হক, ছেলে সৈয়দ আনাফ মাহমুদ, ভায়রা আল রাজি মাহবুব ও শ্যালিকা রাজিয়া খন্দকারকে আটক করে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে গতকাল মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা জানিয়েছিলেন, গত বছরের ৬ আগস্ট একই গৃহকর্তার বাসা থেকে ফেরদৌসী নামে এক গৃহকর্মী রহস্যজনকভাবে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। দীর্ঘদিন সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিল। এই ঘটনায় আহত গৃহকর্মীর মা জোছনা বেগম তিনজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার আসামি ছিলেন সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার শিল্পী নামের আরেকজন।
বিষয় : সাংবাদিক ডেইলি স্টার
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
