× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ই-কমার্সে আটকে থাকা গ্রাহকদের টাকার বিষয়ে জানতে চেয়েছেন আদালত

আদালত প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৪, ০২:০৮ এএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২৪, ০২:০৮ এএম

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)

দেশের বিভিন্ন অনলাইন ভিত্তিক ই-কমার্স ও এলএলএম প্রতিষ্ঠানে বিনিয়োগের পর প্রতারণার শিকার ও আটকে থাকা টাকা গ্রাহকরা কিভাবে ফেরত পাবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে-টু-ইউ সংক্রান্ত এক শুনানিতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এমন প্রশ্ন তোলেন। 

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।

শুনানির এক পর্যায়ে দুদক আইনজীবীর কাছে আদালত জানতে চান, ‘ইউনিপে-টু-ইউ, ইভ্যালি, আলেশা মার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আটকে থাকা টাকা গ্রাহকরা ফেরত পাবেন কীভাবে? গ্রাহকদের-তো টাকা ফেরত পেতে হবে।‘

প্রসঙ্গত, বিভিন্ন অনলাইন ভিত্তিক ই-কমার্স ও এলএলএম প্রতিষ্ঠানে বিনিয়োগের পর প্রতারণার শিকার ও আটকে থাকা টাকা গ্রাহকরা না পেয়ে বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের টাকা ফেরানোর বিষয়ে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে আদেশ দিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.