× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘মব’ শব্দ ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ চিফ প্রসিকিউটরের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২৬, ১৯:০৪ পিএম । আপডেটঃ ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:০৫ পিএম

রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত নীতি সংলাপে বক্তব্য রাখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) শব্দটি ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এই শব্দ ব্যবহারের নেপথ্যে বিপ্লববিরোধী মানসিকতা কাজ করছে কি না, তা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন’ শীর্ষক এক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এই সংলাপের আয়োজন করে।

সংলাপের শুরুতেই বর্তমান প্রেক্ষাপটে আইনের শাসনের চেয়ে ‘মবোক্রেসি’ বা মব শাসনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করীম আব্বাসি বলেন, “বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারিক কার্যক্রম চলছে এবং তথাকথিত জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এমন পরিস্থিতিতে আইনের শাসন প্রতিষ্ঠায় কেবল প্রতীকী উদ্যোগ যথেষ্ট নয়।”

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন, মবকে সুযোগ দেওয়ার ফলেই তারা এখন রাষ্ট্র ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

বক্তাদের এমন মন্তব্যের জবাবে তাজুল ইসলাম বলেন, ৫ আগস্টের গণভবন পতনের আন্দোলনের সঙ্গে ছিনতাই বা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার মতো বিচ্ছিন্ন ঘটনাকে এক করে দেখা ঠিক হবে না। তিনি মনে করেন, বিপ্লবের অর্জনের সঙ্গে ‘মব’ শব্দটি জুড়ে দিয়ে আন্দোলনকারীদের প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা পরিহার করা উচিত।

তবে তাজুল ইসলামের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন সংলাপে উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “আইনের শাসনের কথা বলে যদি মবকে উসকানি দেওয়া হয়, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” বিএনপি নেত্রী নিলুফার চৌধুরীও চিফ প্রসিকিউটরের এই অবস্থানের সমালোচনা করেন।

সংলাপ সঞ্চালনা করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তিনি বলেন, এর আগে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মবকে ‘চাপ প্রয়োগকারী গোষ্ঠী’ হিসেবে ব্যাখ্যা দেওয়ার পর বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছে। এখন আবার মবের পক্ষে বা একে আড়াল করার মতো বক্তব্য আসায় ভবিষ্যতে নতুন কোনো অঘটনের আশঙ্কা তৈরি হচ্ছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

সংলাপে রাজনৈতিক নেতা, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার প্রস্তাব তুলে ধরেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.