× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রয়োদশ সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২৯ পিএম । আপডেটঃ ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:৫৯ এএম

হাইকোর্ট ভবন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করা হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এই রিট এক নতুন মাত্রা যোগ করেছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব ও আইনজীবী মো. ইয়ারুল ইসলাম হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেন। রিটকারী পক্ষ নির্বাচন আয়োজনের প্রক্রিয়া অবিলম্বে স্থগিতের জন্য আদালতের নির্দেশনা চেয়েছে।

আইনজীবী মো. ইয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদ-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে। পুরো দেশ এখন এই শুনানির ফলাফলের দিকে তাকিয়ে আছে।

সরকারের ঘোষণা ও নির্বাচন কমিশনের প্রস্তুতি

অন্যদিকে, ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয়েছে। সরকার পক্ষ জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সাথে জুলাই মাসে জাতীয় সনদ নির্বাচন নিয়ে একটি গণভোট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন গত শনিবার ঘোষণা করেন যে, নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে এই রিট আবেদন দায়ের হলো।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই রিট যদি গৃহীত হয় এবং আদালত যদি নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন, তবে সরকারের ঘোষিত নির্বাচন পরিকল্পনায় বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এই আইনি পদক্ষেপ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.