সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব লাভ করেছেন। এটি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ কার্যকর হওয়ার পর প্রথম সচিব নিয়োগ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী তাঁর বর্তমান দায়িত্ব, অর্থাৎ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদের পাশাপাশি সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে তিনি একইসঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করবেন।
গুরুত্বপূর্ণ তথ্য
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৪-এর উপধারা (২) ও (৪) অনুযায়ী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে। সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান হিসেবে একজন সচিব নিযুক্ত থাকার বিধান রয়েছে। এই বিধানের বলেই হাবিবুর রহমান সিদ্দিকী প্রথম সচিবের দায়িত্ব পেলেন।
এই নিয়োগ দেশের বিচার বিভাগের প্রশাসনিক কাঠামোর নতুন বিন্যাসের ইঙ্গিত বহন করছে।