আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত জুলাই হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট সহিংসতা ও নাশকতার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত) এই অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও ককটেল।
পুলিশ সদর দপ্তর আজ মঙ্গলবার তাদের গণমাধ্যম শাখা থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নাশকতার মূল পরিকল্পনাকারী এবং এর সাথে জড়িতদের খুঁজে বের করতে এই সাঁড়াশি অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে যেসব আলামত উদ্ধার করা হয়েছে, তার বিস্তারিত তালিকা নিম্নরূপ:
- গ্রেপ্তার: ১,৬৪৯ জন।
- আগ্নেয়াস্ত্র: ১০টি।
- গান পাউডার: ৩০.৫ (সাড়ে ৩০) কেজি।
- অন্যান্য: বিপুল পরিমাণ গোলাবারুদ ও ককটেল বোমা।
পুলিশের এই কঠোর পদক্ষেপের মূল কারণ হলো—গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক 'জুলাই হত্যাকাণ্ডের' মামলার রায় ঘোষণা। এই মামলার প্রধান আসামি ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যাদের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই চাঞ্চল্যকর রায় ঘোষণার পরপরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা বেড়ে যায়। গত প্রায় এক সপ্তাহে সারা দেশে ৪০টিরও বেশি যানবাহনে অগ্নিসংযোগ করা হয় এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মতো গুরুতর নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হয়। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এই বিশেষ অভিযান শুরু করেছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে। নাশকতার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।