× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণআন্দোলনে নিহত ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৫, ২৩:২৭ পিএম । আপডেটঃ ০৫ আগস্ট ২০২৫, ০২:৩৮ এএম

জুলাই আন্দোলনের ফাইল ছবি। সংগৃহিত

চব্বিশের জুলাই-অগাস্টের গণআন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে তাদের লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশের আবেদনে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দিয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, মোহাম্মদপুর থানার এসআই মো. মাহিদুল ইসলাম লাশ উত্তোলনের আবেদন করেন।

সেখানে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীতে নানা বয়সের নারী-পুরুষ মারা যান। তাদের মধ্যে ১১৪ জনকে অজ্ঞাতনামা হিসেবে মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়। ভবিষ্যতে আইনি পদক্ষেপ ও মৃতদেহ শনাক্ত করতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর হতে লাশ উত্তোলন করা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, এসব লাশের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত। ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত হতে হবে৷ এ ছাড়া আইনি কার্যক্রম শেষে পরিবারের চাহিদা মোতাবেক লাশ পরিবারের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

বিচারক নথি পর্যালোচনা করে আবেদনটি মঞ্জুর করেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.