× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম

হাসিনা-রেহানা-ববি-টিউলিপ-আজমিনার বিরুদ্ধে দুদকের মামলা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭ পিএম । আপডেটঃ ১৩ জানুয়ারি ২০২৫, ২১:৩৬ পিএম

পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সাংবাদিকদের এ কথা জানান দুদকের মহাপরিচালক আখতার হোসেন।

অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতায় সরকারের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ দেন। এই বরাদ্দের তালিকায় শেখ হাসিনা ছাড়াও তার ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নাম রয়েছে।

বরাদ্দ করা প্লটগুলো পূর্বাচল নিউ টাউনের সেক্টর ২৭-এর কূটনৈতিক জোনে রোড নং ২০৩-এ অবস্থিত। বরাদ্দের মধ্যে আছে ১০ কাঠার ছয়টি প্লটসহ মোট ৬০ কাঠা জমি।

এর আগে গতকাল একই অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে একটি মামলা করে দুদক।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.