× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অভিযোগ দিলে আজই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে কাজ শুরু: আফিস নজরুল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ অক্টোবর ২০২৪, ২১:৩২ পিএম । আপডেটঃ ২০ অক্টোবর ২০২৪, ২১:৩৩ পিএম

ফাইল ছবি।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর হয়েছে। এর মাধ্যমে বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি বিতর্কিত বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথ প্রশস্ত হয়েছে। এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে যোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বেশকিছু বিচারপতি জুলাই বিপ্লবে বিতর্কিত ভূমিকা পালন করেছে। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর হওয়ায় সাংবিধানিকভাবে তা নিস্পত্তি করার সুযোগ তৈরি হয়েছে।

আসিফ নজরুল আরও বলেন, বিগত সরকারের আমলে উচ্চ আদালতের বিচারপতিদের জবাবদিহিতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন আগ্রহী ছিল না। আদালত ফরমায়েশী রায় দিতো। তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ও খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়া হয়েছিল। যা বাক স্বাধীনতার বিরোধী ছিল।

সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি ও আপিল বিভাগের সবচেয়ে জৈষ্ঠ্য সদস্যের নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত। এখন কেউ অভিযোগ করলেই কাউন্সিল তা আমলে নিয়ে ব্যবস্থা নিতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.