× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুপ্রিম কোর্টে আইনজীবী ছুরিকাঘাত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ আগস্ট ২০২৪, ১১:১৬ এএম । আপডেটঃ ২২ আগস্ট ২০২৪, ১১:১৬ এএম

আহত ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম | ছবি—সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নিজ চেম্বারে ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফকে ছুরিকাঘাত করেছেন অপর আরেক আইনজীবী। বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টার পর শের-ই-বাংলা এ কে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি আমার কক্ষে বসেছিলাম। এ অবস্থায় অ্যাডভোকেট আবদুল কাইয়ুম নামে এক আইনজীবী আমাকে ছুরিকাঘাত করেন। তাকে চিনতাম না। .....আইসা আমাকে সরাসরি বলতেছিল, ওই তুই কোর্টে ডিস্টার্ব করছ, তোরে কিন্তু ছাড়বো না। এক পর্যায়ে সে আমাকে চাকু দিয়ে আঘাত করেছে। তবে এডভোকেট কাইয়ুম ওই আইনজীবীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নামে তিনি মিথ্যা অভিযোগ করছেন। 

এদিকে, হামলার পর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হামলার পর আহত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের মাথার বাম পাশ দিয়ে রক্ত ঝরছে। আশরাফুল বলেন, আমি ৭ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ করতাম।

কিন্তু ৭ জানুয়ারি আমি সর্বপ্রথম ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.