দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ‘ব্র্যাক হেলথ প্রোগ্রাম’ (বিএইচপি)-এর অধীনে ‘ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে। ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যে কেউ পদটির জন্য আবেদন করতে পারবেন। গত ২ জানুয়ারি ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ‘ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ পাবেন। এটি ব্র্যাক হেলথ প্রোগ্রামের (বিএইচপি) একটি প্রকল্প ভিত্তিক নিয়োগ। তবে পদের সংখ্যা বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট করা হয়নি।
প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ করে বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই অন্তত এক বছরের চাকরির পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও সংস্থার বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এটি একটি পূর্ণকালীন চাকরি এবং চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ব্র্যাকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ৮ জানুয়ারি ২০২৬। বিস্তারিত তথ্য ও আবেদনের লিংকের জন্য ব্র্যাকের ওয়েবসাইটের ক্যারিয়ার সেকশনে চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।