× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল আসছে ১০ ডিসেম্বর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১২ পিএম । আপডেটঃ ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০২ পিএম

ফাইল ছবি

৪৪ থেকে ৪৮তম বিসিএস পরীক্ষার জট নিরসনের লক্ষ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে বিভিন্ন ক্যাডারে এবং ১ হাজার ২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

পিএসসি ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর গত বছর ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় বসেন। ২০২৩ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গত ১৯ জুন এর ফলাফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ৬৫৭ জন প্রার্থী উত্তীর্ণ হন।

বর্তমানে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে, যা গত ৮ জুলাই শুরু হয়েছিল। পিএসসির রোডম্যাপ অনুসারে, এই মাসের মধ্যেই মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.