৪৪ থেকে ৪৮তম বিসিএস পরীক্ষার জট নিরসনের লক্ষ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে বিভিন্ন ক্যাডারে এবং ১ হাজার ২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
পিএসসি ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর গত বছর ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় বসেন। ২০২৩ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গত ১৯ জুন এর ফলাফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ৬৫৭ জন প্রার্থী উত্তীর্ণ হন।
বর্তমানে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে, যা গত ৮ জুলাই শুরু হয়েছিল। পিএসসির রোডম্যাপ অনুসারে, এই মাসের মধ্যেই মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন।