× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪৭তম বিসিএস প্রিলি আজ: ৩.৭৪ লাখ চাকরিপ্রার্থী, মানতে হবে কঠোর নির্দেশনা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ এএম । আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম

চলছে বিসিএস পরীক্ষা। ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এই বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কোনোভাবেই কাউকে হলে ঢুকতে দেওয়া হবে না। সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে পিএসসি পরীক্ষার্থীদের আহ্বান জানিয়েছে।

৪৭তম বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৭৬ জনকে ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৪৭৫টি ক্যাডার পদ এবং ২০২টি নন-ক্যাডার পদ রয়েছে। এই বিসিএসে কিছু নতুন পদও যুক্ত হয়েছে।


পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পিএসসি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। পরীক্ষার্থীদের অবশ্যই সেগুলো মেনে চলতে হবে।

  • প্রবেশ সময়: সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। এর পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।


  • নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষার হলে কোনো ধরনের বই, ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড বা ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কান খোলা রাখতে হবে। শ্রবণ সহায়তার প্রয়োজন হলে কমিশনের পূর্বানুমতি নিতে হবে।


  • প্রশ্ন ও উত্তরপত্র: সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে এবং সকাল ১০টায় প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের চারটি সেট থাকবে।


  • মার্কস বণ্টন: পরীক্ষায় ২০০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।


  • বিশেষ সুবিধা: প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতলেখক ও অতিরিক্ত সময়ের ব্যবস্থা করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের জন্য প্রতি ঘণ্টায় ১০ মিনিট এবং অন্যান্য প্রতিবন্ধীদের জন্য প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।

পিএসসি জানিয়েছে, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরীক্ষার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.