× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনে ভারী বর্ষণে ভূমিধস, নিহত ১২

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৮ জুলাই ২০২৪, ০৭:৪৫ এএম । আপডেটঃ ২৮ জুলাই ২০২৪, ০৭:৪৬ এএম

প্রবল ঘূর্ণিঝড় গেইমারের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে চীনের হুয়ান প্রদেশ। অঞ্চলটিতে ভারী বর্ষণে ও ভূমিধসে এ পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন-কে উদ্ধৃত করে রোববার এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাতে হেনইয়াং শহরের ইউয়েলিন গ্রামে বসতবাড়ির বড় একটি অংশ ভূমিধসে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১৮ জনকে খুঁজে পেয়েছে যাদের ১২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ফিলিপাইন, তাইওয়ান এবং চীনের হুয়ান প্রদেশে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় গেইমার। এতে ফিলিপাইনে ৩৪ জন এবং তাইওয়ানে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশগুলোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.