× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্ককে হামলা, যথাসময়ে উদ্বোধন হবে অলিম্পিক গেমস

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ জুলাই ২০২৪, ১৩:৪৫ পিএম । আপডেটঃ ২৬ জুলাই ২০২৪, ১৪:১২ পিএম

ফ্রান্সের উচ্চগতির টিজিভি ট্রেন | ছবি—সংগৃহীত

প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই উচ্চগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ হামলার ঘটনা ঘটেছে। এতে বিপাকে পড়েছে ফ্রান্সের লাখ লাখ যাত্রী। ওই হামলার কারণে দ্রুত গতিসম্পন্ন রেল চলাচল মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়েছে যা পুনরায় সচল করতে বেশ কয়েকদিন লাগবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে অপারেটর এসএনসিএফ জানিয়েছে- রেল লাইনে অগ্নিসংযোগ এবং নেটওয়ার্কে হামলার ফলে ফ্রান্সের পশ্চিম, উত্তর এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগামী এক সপ্তাহ দেশটির রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে যাত্রীদের সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এএফপি’কে দেয়া সাক্ষাৎকারে এসএনসিএফ এর এক কর্মকর্তা জানিয়েছেন, রেলের নেটওয়ার্ককে ক্ষতিগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে এবং এটি একটি বড় হামলা। এর জন্য আগামী কয়েকদিন ক্ষতিগ্রস্ত রেল লাইনগুলো এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বেশির ভাগ রেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছে কর্মকর্তারা। 

ফ্রান্সের জাতীয় রেল অপারেটর জানিয়েছে, হামলার ফলে খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি এলাকার রেল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই অচল হয়ে পড়েছে। ওই হামলায় আটলান্টিক, উত্তর এবং পূর্বাঞ্চলের লাইনগুলোকে প্রভাবিত করেছে। লাইনের গুরুত্বপূর্ণ তার পুড়িয়ে দেয়া হয়েছে।

যাতে লাইনের যোগাযোগ ব্যবস্থা অচল রয়েছে। এসব লাইন সচল করতে এই সপ্তাহ পুরোটাই লাগবে বলে জানিয়েছে কর্মকর্তারা। 

রেল চলাচল ব্যাহত হওয়ায় চলতি সপ্তাহের ছুটিতে প্রায় ৮ লাখ ভ্রমণপিপাসু ফরাসির যাত্রা ব্যাহত হবে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এসএনসিএফ-এর প্রধান জিন পিয়ের ফারান্ডু। তিনি বলেছেন, এটি আমাদের জন্য একটি দুঃখের দিন। কেননা যেসব পরিবার ভ্রমণের পরিকল্পনা করেছিল তাদের সেই পরিকল্পনা বাদ দিতে হচ্ছে। এছাড়া যারা এই হামলা করেছে তাদের প্রতি নিন্দাও জানিয়েছেন তিনি। প্যারিসে অলিম্পিক আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আগে এমন হামলায় নিরাপত্তা শঙ্কা প্রকট হয়েছে। এতে বিশ্ব দরবারে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে ধারণা অনেকের।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.