ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি| ছবি—রয়টার্স
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হতে পারে। ইউক্রেনের পক্ষ থেকে সে ইঙ্গিত দেওয়া হয়েছে। গতকাল বুধবার ক্রেমলিন এ কথা জানায়। অবশ্য বেশ কিছুদিন ধরেই রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির আলোচনার কথা হচ্ছিল। কিন্তু ইউক্রেন তাতে সম্মত ছিল না। ক্রেমলিন বলছে, আলোচনার বিষয়ে দুই পক্ষেরই মত মিলে যায়। কিন্তু এ বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, রাশিয়ার সঙ্গে কিয়েভ আলোচনার জন্য প্রস্তুত। তবে তার জন্য মস্কোকে আলোচনায় যথেষ্ট নিষ্ঠা দেখানোর জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু ইউক্রেন তার কোনো চিহ্ন দেখতে পাচ্ছে না।
কুলেবার মন্তব্য সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বার্তাটির সঙ্গে আমাদের অবস্থানের মিল রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরিষ্কার করে বলতে হবে।’
পেসকভ বলেন, রাশিয়া কখনো আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেনি। আলোচনা প্রক্রিয়ার জন্য সব সময় উন্মুক্ত থেকেছে। কিন্তু এ ক্ষেত্রে বিস্তারিত জানাটা গুরুত্বপূর্ণ।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিলেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে রাশিয়ার সেই যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছিল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে যুদ্ধ থামাতে প্রস্তুত পুতিন।
কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা যদি এতে সাড়া না দেয়, তবে যুদ্ধ চালিয়ে যাবেন তিনি। গত মাসে পুতিন যুদ্ধ বন্ধে তাঁর শর্তগুলো উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন এবং যুদ্ধে যে চারটি গুরুত্বপূর্ণ প্রদেশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলো থেকে কিয়েভকে সেনা সরাতে হবে। তবে রাশিয়ার এসব শর্ত প্রত্যাখ্যান করে কিয়েভে জানায়, এসব শর্ত মানা আত্মসমর্পণের শামিল।
খারকিভে রুশ হামলা চলছে
ইউক্রেনের উত্তর-পূর্বের খারকিভ শহরে গত মঙ্গলবার দিবাগত রাতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শহরটির মেয়র ইহর তেরকভ বলেন, রুশ হামলায় একটি ভবনে আগুন ধরে যায়। এতে একজন নিহত হয়েছেন। তিনি বলেন, খারকিভ শহর লক্ষ্য করে রুশ হামলার তীব্রতা বেড়েছে।
সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের পক্ষ থেকে ইউক্রেন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মঙ্গলবার পেন্টাগন জানায়, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভের সঙ্গে ফোনালাপে এ প্রতিশ্রুতি দেন অস্টিন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। এরপর এই প্রথম দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা হয়েছে। আগামী নভেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে প্রার্থী হতে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। ডোনাল্ড ট্রাম্পের এ মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছে রাশিয়া।
প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন ইউক্রেনকে বড় ধরনের সমর্থন দিয়ে যাচ্ছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তারা ৫০ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh