× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাপানে ‘অতিরিক্ত মশলাদার’ চিপস খেয়ে হাসপাতালে ১৪ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২৪, ১৪:১৪ পিএম । আপডেটঃ ১৭ জুলাই ২০২৪, ১৪:১৫ পিএম

এক শিক্ষার্থী স্কুলে এই চিপস নিয়ে গিয়েছিল। প্রায় ৩০ জন শিক্ষার্থী সেটি খেয়েছে। অসুস্থ ১৩ জন মেয়ে ও একটি ছেলেকে হাসপাতালে নেয়া হয়

জাপানের একটি হাই স্কুলে ‘অতিরিক্ত মশলাদার’ আলুর চিপস খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ শিক্ষার্থী। পুলিশ একথা জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, এক শিক্ষার্থী এই চিপস স্কুলে নিয়ে গিয়েছিল। প্রায় ৩০ জন শিক্ষার্থী এই চিপস খেয়েছে।

খাওয়ার পরই তাদের কেউ কেউ বমি বমি ভাবের কথা জানায়। আবার কেউ মুখের চারপাশে প্রচণ্ড ব্যথা হওয়ার কথা বলে। এ সময় জরুরি ভিত্তিতে ফোন করে পুলিশ ও দমকলবাহিনীকে ডাকা হয়। হাসপাতালে নেওয়া হয় ১৩ জন মেয়ে এবং একজন ছেলেকে।

আলুর ওই চিপস প্রস্তুতকারক জাপানি কোম্পানি ‘ইসোয়ামা করপোরেশন’ গ্রাহকদের সমস্যার জন্য ক্ষমা চেয়েছে। কোম্পানির পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতাও কামনা করা হয়েছে।

বিবিসি জানায়, কোম্পানিটি তাদের ওয়েবসাইটে আগে থেকেই এই চিপস খাওয়ার ব্যাপারে গ্রাহকদের সতর্ক করে দিয়েছিল। বলা হয়েছিল, এ চিপস অনেক বেশি মশলাদার হওয়ায় এটি খাওয়ার পর অস্বস্তি হতে পারে। ১৮ বছরের কম বয়সীদেরকে এ চিপস খেতে বারণ করা হচ্ছে।” এমনকি যারা ঝাল খেতে পছন্দ করে তাদেরকেও এই চিপস খাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছিল।

চিপসের মশলায় ব্যবহার করা হয়েছিল মূলত উত্তপূর্ব ভারতে চাষ হওয়া ভীষণ ঝাল মরিচ, যা ‘ভুত জলোকিয়া’ নামে পরিচিত।

স্থান বিশেষে এই বিশেষ ধরনের মরিচকে বিশেষ বিশেষ নামেও ডাকা হয়। কোথাও এর নাম ‘ঘোস্ট পিপার’, আবার কোথাও ‘ভুটান পিপার’। বিশ্বের সবচেয়ে ঝাল মরিচের নাম বলতে হলে এ মরিচের কথাই প্রথমে আসে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.