× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জম্মু-কাশ্মিরে অস্থিতিশীলতা উদ্বেগজনক : ভারতীয় সেনাপ্রধান

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১২ জানুয়ারি ২০২৪, ০৪:১১ এএম । আপডেটঃ ১২ জানুয়ারি ২০২৪, ০৪:১৩ এএম

বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতশাসিত জম্মু-কাশ্মিরের সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে।

এছাড়া ভারত-মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতিও সেনাবাহিনীর উদ্বেগ বাড়িয়েছে বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 মনোজ পান্ডে বলেন, ‘গত ৫-৬ মাসে উপত্যকার রাজৌরি এবং পুঞ্চ সেক্টরের পরিস্থিতি এবং সেখানে বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ড আমাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে ২০২৩ সালের আগে ওই এলাকায় সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ২০১৭-১৮ সাল পর্যন্ত এই জায়গাগুলোতে শান্তি বজায় ছিল। কিন্তু এখন, কাশ্মির উপত্যকায় পরিস্থিতি যত স্বাভাবিক হচ্ছে, আমাদের শত্রুরা এই তুলনামূলক শান্ত জায়গাগুলোতে সক্রিয় হচ্ছে। গত তিন বছরে, শুধুমাত্র এই অঞ্চলে ৪৫ জনের মতো বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করা হয়েছে। এতেই বোঝা যাচ্ছে, এই ছায়া যুদ্ধ কতটা বেড়েছে।

জেনারেল পান্ডে রাজৌরির পরিস্থিতির উন্নতির জন্য নয়-দফা কর্ম পরিকল্পনাও সামনে এনেছেন। এর মধ্যে বর্ধিত পরিসরে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পুলিশ ও স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে আরও ভালো সমন্বয়ের বিষয়টিও রয়েছে।

তার নয়-দফা কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে, স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করার বিষয়টিতে জোর দেওয়া।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.