নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভূমিধসের পর নদীতে ছিটকে দুই বাসের নিখোঁজ ৫৫ আরোহীর কাউকে আর জীবিত উদ্ধারের আশা দেখছেন না উদ্ধারকর্মীরা।
চিতওয়ান জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভেষ রাজ রিজাল বলেন, "কাউকে জীবিত উদ্ধারের আর সম্ভাবনা নেই। আমরা এখন মৃতদেহ খুঁজে পাওয়ার চেষ্টা করছি।”
গত শুক্রবার ভোর রাতে প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসের কবলে পড়ে রাস্তা থেকে ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে যায় দুটি বাস।
স্থানীয় কর্তৃপক্ষ সে সময় জানিয়েছিল,বাস দুটির মধ্যে অ্যাঞ্জেল বাস যাচ্ছিল কাঠমান্ডুর দিকে। আর গণপতি ডিলাক্স যাচ্ছিল কাঠমান্ডু থেকে রাউতাহাটের গৌড়ের দিকে। দুই বাসে অন্তত ৬৫ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে অন্তত ছয়জন ভারতীয়।
তাদের মধ্যে গণপতি ডিলাক্সের তিনজন যাত্রী লাফিয়ে বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হন। আর গত দুই দিনে মোট সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়। সেই হিসেবে, ৫৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।
কাঠমান্ডু থেকে ৮৬ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলার ওই দুর্ঘটনাস্থলে সোমবার সকালেও তল্লাশি চালাচ্ছিলেন কয়েকশ উদ্ধারকর্মী। কিন্তু দুর্ঘটনার ৭২ ঘণ্টা পরও বাস দুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।