ভিয়েতনামের পবর্তময় উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ১৬ আসনের একটি মিনিবাস চাপা পড়েছে, এতে অন্তত ১১ জনের মৃত্যু ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হা জাং প্রদেশে ঘটনাটি ঘটেছে। সেনা ও স্থানীয় বাসিন্দারাসহ উদ্ধারকারী দলগুলো ১১ জনকে মৃত ও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই মিনিবাসে কতোজন আরোহী ছিলেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। ভারি বৃষ্টির পর যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে তল্লাশি ও উদ্ধার প্রচেষ্টা চালানো জটিল হয়ে পড়েছে।
রয়টার্স জানিয়েছে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিং চিং জরুরিভিত্তিতে স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে নির্দেশনা দিয়ে দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার এবং আরও বন্যা ও ভূমিধস মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে বলেছেন।
দেশটির জাতীয় জল-আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ওই এলাকায় প্রায় ২৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সংস্থাটি হা জাং, লাও কাই, তেন কুয়াং ও ইয়েন বিআই প্রদেশে বন্যা ও স্রোতের কারণে হড়কা বান ও ভূমিধসের সতর্কতা জারি করেছে।
ভিয়েতনাম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এখানে প্রতি বছর বন্যা ও টাইফুনে শত শত মানুষের মৃত্যু হয়। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে ৩৮৯ জন নিহত ও ৬৬৮ জন আহত হয়েছেন।