× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়ের পর স্টারমার বললেন, রাজনীতিকে জনসেবায় ফেরাতে হবে

০৫ জুলাই ২০২৪, ০৫:১৮ এএম । আপডেটঃ ০৫ জুলাই ২০২৪, ০৫:১৮ এএম

লন্ডনে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তিনিই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী|ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে চলেছেন কিয়ার স্টারমার। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৩২৬ আসনের চেয়েও বেশি আসনে জয় পেয়েছে তাঁর দল লেবার পার্টি। এ পর্যন্ত লেবার পার্টি জিতেছে ৪১০টি আসনে।

জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন স্টারমার। বলেছেন, ‘আমাদের রাজনীতিকে জনসেবায় ফিরিয়ে আনতে হবে। দেখাতে হবে, রাজনীতিই কল্যাণকর হতে পারে।’

স্টারমার আরও বলেন, ব্রিটিশ জনগণ তাঁকে গুরুদায়িত্ব দিয়েছে। দেশের উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। ঐক্য ধরে রাখাই মূল লক্ষ্য বলেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, লন্ডনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে স্টারমার আরও বলেন, ‘আপনাদের ধন্যবাদ। আপনারা আমাদের দেশ বদলে দিয়েছেন।’

স্টারমার আরও বলেন, লেবার সরকারের একটাই লক্ষ্য। আর তা হলো, নতুন ধারণার মাধ্যমে দেশের ঐক্য ধরে রাখা।

লেবার পার্টি বড় ব্যবধান গড়ে তুলেছে কনজারভেটিভ পার্টির সঙ্গে। এই পার্টি পেয়েছে ১১৬টি আসন। লিবারেল ডেমোক্র্যাটস পার্টি পেয়েছে ৭০টি আসনে জয়।

যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। তিনি পরাজয় মেনে নিয়েছেন।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ছোট-বড় মিলিয়ে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশ নেয়। ৩৫টি রাজনৈতিক দল মাত্র একজন করে প্রার্থী দেয়।

রেকর্ড ভেঙে এবার ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একেকটি আসনে গড়ে ৭ জন করে প্রার্থী। ৩১৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী ৪৫৯ জন।

যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়নে প্রার্থী হন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক কনজারভেটিভ প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জিতেছেন। বাংলাদেশ-অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস আসনের লেবার মনোনীত প্রার্থী আপসানা বেগম ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার এমপি নির্বাচিত হয়েছেন। আর বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জিতেছেন রুশনারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.