কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে বুধবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সদস্যরা। এদিন কংগ্রেসের সাবেক প্রধান ও রাজ্যসভার এমপি সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন- এসব মানুষ অটো পাইলট এবং রিমোট পাইলট দিয়ে সরকার চালাতে অভ্যস্ত। তারা কাজে বিশ্বাসী নন। তারা শুধু জানেন অপেক্ষা করতে। এ সময় কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাকে সেই সুযোগ দেননি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। এর প্রতিবাদে বিরোধীরা ওয়াকআউট করেন। তাদের এই ওয়াকআউটকে বিরোধীদের বেদনাদায়ক আচরণ বলে মন্তব্য করেন জগদীপ ধরকর। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা মিসেস গান্ধীকে উদ্দেশ্য করে।
কারণ বিজেপি বার বারই অভিযোগ করে যে, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারকে পর্দার অন্তরালে পরিচালনা করেছেন সোনিয়া গান্ধী।
এ প্রসঙ্গে মোদি বলেন, কিন্তু আমরা কঠিন কাজকে ফেলে রাখি না। গত ১০ বছরে আমরা যতটুকু করেছি তার চেয়ে বেশি কাজ করতে হবে। আমাদের স্বপ্ন কী তা বিবেচনায় নিতে হবে। গত ১০ বছর ছিল কাঙ্ক্ষিত। কিন্তু মূল কাজ এখন শুরু হয়েছে। এ সময় বিরোধীদলীয় সদস্যরা মল্লিকার্জুন খাড়গে, বিরোধীদলীয় নেতাকে বক্তব্য দিতে সুযোগ দেয়ার দাবি তোলেন। তারা স্লোগান দেন- বিরোধীদলীয় নেতাকে বলতে দিন। এ সময় মল্লিকার্জুন খাড়গেও বার বার সুযোগ চান। ৮১ বছর বয়সী খাড়গে বলেন, দয়া করে আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে দিন। কিন্তু তাদেরকে কথা বলতে দেয়া হয় না। এ পর্যায়ে স্লোগান পাল্টে নতুন স্লোগান ওঠে- মিথ্যা বলা বন্ধ কর এবং লজ্জা থাকা উচিত। ধনকর বলেন, বিরোধীদের এই আচরণ যথাযথ ছিল না। অপার্লামেন্টারিসুলভ আচরণের কড়া নিন্দা জানাই আমি। দয়া করে আসনে বসুন। কিন্তু স্লোগান চলতেই থাকে। এক পর্যায়ে প্রধানমন্ত্রী সরকারের অর্জন সম্পর্কে তার বক্তব্য থামিয়ে দেন। তারপর বলেন, মিস্টার চেয়ারম্যান পুরো দেশ কিন্তু এ দৃশ্য দেখছে। যারা মিথ্যা ছড়িয়ে দেয়, তারা সত্য শুনতে পারে না। তারা বসতে পারে না। উত্থাপিত প্রশ্নের উত্তর শুনতে পারে না। তারা উচ্চকক্ষকে অবমাননা করছে। এটাই তাদের রীতি। সবদিক থেকে জনগণ তাদেরকে পরাজিত করেছে। তাদের চিৎকার করা ছাড়া আর কিছু করার নেই। স্লোগান দেয়া, চিৎকার করা এবং বেরিয়ে যাওয়া তাদের গন্তব্য।
চেয়ারম্যান ধনকর বলেন, বিরোধীদের আচরণ বেদনাদায়ক। তারা শুধু হাউস ত্যাগ করেননি, ডেকোরাম ত্যাগ করেছে। তারা আমার দিক থেকে মুখ ফিরিয়েই নেয়নি, সংবিধানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা শুধু আমাদেরকে অসম্মানিত করেনি, একই সঙ্গে শপথকে অসম্মানিত করেছে। তাদের আচরণের নিন্দা জানাই। তিনি আশা করেন বিরোধী এমপিদের বোধোদয় হবে এবং দায়িত্বে ফিরে আসবেন।
বিষয় : কংগ্রেস ভারত সোনিয়া গান্ধী
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh