× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনি বন্দিদের কুকুর দিয়ে নির্যাতন, জাতিসংঘের নিন্দা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ জুন ২০২৪, ০৮:৪০ এএম । আপডেটঃ ২৭ জুন ২০২৪, ০৮:৪০ এএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর বর্বতা চরম সীমা লংঘন করেছে। ফিলিস্তিনি নিরপরাধ মানুষদের ধরে নিয়ে বন্দি করে তারা কারাগারে হিংস্র কুকুর দিয়ে নির্যাতন করছে। ইসরায়েলের এ বর্বরতার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ।খবর আনাদোলুর।

জাতিসংঘের মানবাধিকার শাখার মুখপাত্র জেরেমি লরেন্স সাংবাদিকদের কছে বৃহস্পতিবার এই নৃশংস আচরণের নিন্দা জানিয়েছেন। পশ্চিমতীরে সম্প্রতি এক ফিলিস্তিনিকে গুলি করে তাকে গাড়ির সামনে বেধে মানবঢাল হিসেবে ব্যবহার করেছে।এ ব্যাপারে সাংবাদিকরা লরেন্সকে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা আরো গুরুতর অনেক অভিযোগ পাচ্ছি ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারা ফিরিস্তিনিদের ধরে এনে বিনা কারণে বন্দি করছে। এসব বন্দিদের ওপর যৌন নির্যাতন ছাড়াও হিস্র কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করছে।
ভয়ার্ত নারী-শিশুসহ কারাগারে ফিলিস্তিনি আটক বন্দিদেন ওপর লেলিয়ে দেয়া হিস্র কুকুর কামড়াচ্ছে।এ সব করে তারা বিকৃত মজা পাচ্ছে। ইসরায়েলের এসব কর্মকাণ্ড শুধু মানবাধিকারই লংঘন হচ্ছে না, বন্দিদের বিষয়ে আন্তর্জাতিক আইনও চরমভাবে লংঘন করা হচ্ছে। 
পশ্চিমতীরের জেনিন শহরে গত ২২ জুন এক যুবককে গুলি করে ইসরায়েলি সেনারা তাদের জিপ গাড়ির সামনে বেধে রেখে মানববর্ম হিসেবে ব্যবহার করে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গোটা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ কর্মকর্তা ওই ঘটনারও কঠোর নিন্দা জ্ঞাপন করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.