ভারতের লোকসভায় ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি। নির্বাচনের পর গত সোমবার শুরু হয়েছে ভারতের অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। পরদিন মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিনে লোকসভায় এ স্লোগান দেন আসাদুদ্দিন ওয়াইসি।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল অষ্টাদশ লোকসভার অধিবেশনে নিজের শপথ গ্রহণ শেষ করে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি স্লোগান দেন, ‘জয় ভিম, জয় মিম, জয় তেলিঙ্গানা, জয় ফিলিস্তিন।’ ওয়াইসির স্লোগানের শেষ অংশে ‘জয় ফিলিস্তিন’ শব্দটি ব্যবহারের আপত্তি জানিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যরা।
শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করা বিজেপির রাধা মোহন সিং ঘোষণা করেন, ওয়াইসির স্লোগানটি সরকারি রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। বিষয়টি নিয়ে কয়েক মিনিটের উত্তপ্ত বাক্যবিনিময়ের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থবিরতাও দেখা দেয়। পরে অবশ্য যথারীতি অনুষ্ঠান চলতে থাকে। সংসদে বিতর্কের সময় মতপ্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ করে হায়দরাবাদ থেকে পঞ্চমবারের মতো বিজয়ী সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বিজেপির আপত্তির কারণ জানতে চান।
পরবর্তীতে তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, তার স্লোগান ‘জয় ভিম, জয় মিম, জয় তেলিঙ্গানা, জয় প্যালেস্টাইন’-এর মধ্যে ভুল কিছু ছিল না। ওই স্লোগানের মধ্যে ভারতের সংবিধান পরিপন্থী কিছু ছিল না বলে উল্লেখ করেন তিনি। একটি নিপীড়িত জাতি হিসেবে ফিলিস্তিনিদের প্রসঙ্গ টেনেছেন তিনি। ফিলিস্তিন প্রসঙ্গে মহাত্মা গান্ধী কী বলেছিলেন, সেই বিষয়টিও পড়ে দেখার আহ্বান জানান এআইএমআইএম নেতা।