ফাইল ফটো
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার আসামি জিহাদ হাওলাদারকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২১ জুন) উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে এ রায় দেন বিচারপতি শুভঙ্কর বিশ্বাস। বিচারপতি শুভঙ্কর বিশ্বাস সিআইডির পক্ষের আইনজীবীর কথা শোনার পর ফের ১৪ দিনের জেল-হেফাজতের নির্দেশ দেন। পরবর্তীতে শুনানির দিন ৫ জুলাই।
এর আগে, গত ৭ জুন উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হলে বিচারপতি শুভঙ্কর বিশ্বাস ১৪ দিনের জেল-হেফাজতের নির্দেশ দেন।
বারাসাত জেলা আদালতে আইনজীবী এ জামাল বলেন, জিয়াদ হাওলাদারকে আজ সশরীরে হাজিরার কথা ছিল বারাসাত জেলা কোর্টে। কিন্তু পর্যাপ্ত গাড়ির অভাবে অনেক সময় অভিযুক্তদের আদালতে হাজির করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ভারতীয় যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতি আসামির সঙ্গে কথা বলেন এবং তাদের বক্তব্য শোনেন। সমস্ত বক্তব্য শোনার পর বিচারপতি জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল-হেফাজতের নির্দেশ দেন।’
এর আগে, ২৪ বছর বয়সী জিহাদ হাওলাদারকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থেকে গ্ৰেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডি। জিহাদ হাওলাদারের বাড়ি খুলনার দিঘলিয়া থানার বারাকপুর গ্রামে।
উল্লেখ্য, গত ১৩ মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। ওই দিন বিকেলের দিকে এমপি রাজারহাটে সঞ্জীবা গার্ডেনের আবাসনে ঢোকার পর বাইরের ধকল কাটাতে বেসিনে হাত-মুখ ধুচ্ছিলেন। সেই সময়ই পেছন থেকে ক্লোরোফোম দিয়ে তাকে বেহুঁশ করা হয় বলে অভিযোগ। তারপর বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর জিহাদ কসাই ধারালো অস্ত্র দিয়ে এমপির চামড়া থেকে মাংস আলাদা করে সেগুলোকে তিনটি প্লাস্টিকের ডিস্পোজাল ক্যারিব্যাগে ভরে রাখে।
পরে সেই লাশের টুকরোগুলোকে ট্রলিব্যাগে করে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়ের কৃষ্ণমাটি ও জিরানগাছা বাগজলা খালে আলাদা আলাদা করে ফেলা হয়। জিহাদকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে তদন্তকারী কর্মকর্তারা।
এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন। তার নির্দেশেই এই হত্যাকাণ্ড হয়েছে বলেও স্বীকার করেছেন জিহাদ হাওলাদার। মূলত আখতারুজ্জামানের নির্দেশে জিহাদসহ ৪ জন সংসদ সদস্য আনারকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন।
অভিযুক্তে জিহাদ হাওলাদারের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ।), ৩০২ (অপরাধমূলক নরহত্যা।), ২০১ (তথ্য প্রমাণ লোপাট) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র)- এই চার জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে।
বিষয় : আনার হত্যা মামলা জিহাদ জেল হেফাজত ভারত
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh