× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া, বলছেন পুতিন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ জুন ২০২৪, ০১:২০ এএম । আপডেটঃ ২১ জুন ২০২৪, ০১:২১ এএম

ফাইল ছবি

রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এটিকে ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অস্ত্র পাঠানোর মতো পদক্ষেপের একই প্রতিক্রিয়া হিসেবে ইঙ্গিত দিয়েছেন তিনি।

শুক্রবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ২৪ বছর পর পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ায় সফর এবং দেশটির নেতা কিম জং উনের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের একদিন পর বৃহস্পতিবার ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। আর সেখানেই তিনি দেশটিতে অস্ত্র পাঠানোর কথা বলেন।

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও উন্নয়নের কারণে পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়াকে কার্যত বিচ্ছিন্ন করে রেখেছে এবং মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককেও পশ্চিমারা উদ্বেগের সাথে দেখে থাকে।

এর আগে প্রেসিডেন্ট পুতিন এই মাসের শুরুতে হুমকি দিয়েছিলেন, রাশিয়া পশ্চিমা দেশগুলোর প্রতিপক্ষ দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে পারে। কারণ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে সেগুলো দিয়ে হামলা চালানোর অনুমতিও দিচ্ছে।

আর এ নিয়ে নিজের সর্বশেষ মন্তব্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, উত্তর কোরিয়াও রাশিয়ান অস্ত্র হাতে পেতে পারে। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, আমরা পিয়ংইয়ংসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে অস্ত্র সরবরাহ করার অধিকার সংরক্ষণ করি। (উত্তর কোরিয়ার) সাথে আমাদের চুক্তিগুলোকে বিবেচনায় রেখে আমি এই দেশটিকেও সেই সম্ভাবনা থেকে বাদ দিই না।’

গত বুধবার পুতিন এবং কিমের স্বাক্ষরিত ওই চুক্তিটিতে উভয় দেশের যেকোনও একটির বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসনের ক্ষেত্রে একে অপরকে তাৎক্ষণিক সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে।

পুতিন বলেন, মস্কো আশা করে উত্তর কোরিয়ার সাথে দেশটির এই সহযোগিতা পশ্চিমা দেশগুলোর জন্য প্রতিবন্ধক হিসাবে কাজ করবে, তবে ইউক্রেনের যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যদের ব্যবহার করার দরকার নেই।

তিনি বলেন, ‘ইউক্রেনের সংঘাতে একে-অপরের সক্ষমতা ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে বলতে চাই, আমরা এটির জন্য কাউকে বলছি না, কেউ আমাদের এই প্রস্তাব দেয়নি, তাই এর কোনও প্রয়োজন নেই।’

যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন বলেছে, উত্তর কোরিয়া ইতোমধ্যেই রাশিয়াকে উল্লেখযোগ্য পরিমাণে আর্টিলারি শেল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, যদিও মস্কো এবং পিয়ংইয়ং সেই অভিযোগ আগেই অস্বীকার করেছে।

পুতিন আরও বলেন, দক্ষিণ কোরিয়া ইউক্রেনে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিলে ‘বড় ভুল’ করবে এবং মস্কোও সেই পদক্ষেপের এমন প্রতিক্রিয়া জানাবে যা সিউলের জন্য হবে বেদনাদায়ক।

পুতিনের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ বলেছে, পুতিন এবং কিমের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আলোকে ইউক্রেনে অস্ত্র সরবরাহের সম্ভাবনা পর্যালোচনা করবে সিউল।

রুশ এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইউক্রেনের যুদ্ধ অঞ্চলে প্রাণঘাতী অস্ত্র পাঠালে তা দক্ষিণ কোরিয়ার জন্য খুবই বড় ভুল হবে। আমি আশা করি এমন কিছু ঘটবে না। আর যদি তা ঘটেই, তাহলে আমরা সেই অনুযায়ী এমন সিদ্ধান্ত নেব যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্ব সম্ভবত পছন্দ করবে না।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.