ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি দায়িত্ব গ্রহণের দুই বছরের মধ্যেই পদত্যাগ করলেন । প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সরকারে রদবদল আনতে পারেন এমন গুঞ্জনে সরকারপ্রধানের পদ ছাড়লেন তিনি। খবর-বিবিসি
সরকারে বর্নির স্থলাভিষিক্ত হওয়ার আলোচনায় এগিয়ে আছেন ৩৪ বছর বয়সী শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তল। তিনি এ পদে নিয়োগ পেলে ফ্রান্সের সবচেয়ে কমবয়সী ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হবেন।
এছাড়াও সামরিক বাহিনীবিষয়ক মন্ত্রী সেবাস্তিয়ান লিকোর্নু ও সাবেক কৃষিমন্ত্রী জুলিয়েন দেনোরমান্দিস আলোচনায় রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন- ফ্রান্সে পেনশন ব্যবস্থার সংস্কার, সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন হারানো, অভিবাসন আইন নিয়ে সমালোচনার মুখে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আর তিন বছর বাকি। এর আগে সরকারে রদবদল এনে ভাবমূর্তি বাড়াতে চান তিনি।
এলিজাবেথ বর্নির পত্যাগের ঘোষণায় প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় তার দায়িত্ব পালনের প্রশংসা করেছেন।