× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেক্সিকোর প্রেসিডেন্টের গাড়িবহরে দুর্ঘটনা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৫ জুন ২০২৪, ১২:১৫ পিএম । আপডেটঃ ১৫ জুন ২০২৪, ১২:১৫ পিএম

ছবি: সংগৃহীত

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের গাড়িবহরে দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য কোহুইলার মনক্লোভা শহরে প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের গাড়িবহরে দুর্ঘটনা ঘটে। এ খবর জানার পরই নবনির্বাচিত প্রেসিডেন্ট শিনবাউম তার গাড়ি থামিয়েই আহতদের দেখতে যান। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, শিনবাউম যে গাড়িতে ছিলেন সে গাড়ির কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনায় একজন নিহতের জন্য তারা গভীরভাবে শোকাহত। 

চলতি মাসেই উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শেনবাউম। রয়টার্স। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.