× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজা উপত্যকায় ইসরাইলের আরও ৮ সেনা নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৫ জুন ২০২৪, ১০:৩৩ এএম । আপডেটঃ ১৫ জুন ২০২৪, ১০:৩৪ এএম

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের আরও ৮ সেনা নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ গাজার একটি এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের একটি সামরিক যান সম্পূর্ণ বিধ্বস্ত হলে ওই আট সেনা নিহত হয়। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হামাসের ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ‘টাইগার’ সামরিক যান ধ্বংস হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, তারা আল ইয়াসিন-১০৫ রকেটের সাহায্যে ইসরাইলের একটি ডি-৯ টাইপের বুলডোজার ধ্বংস করেছে। এদিন সকালে রাফাহ শহরের পশ্চিমে তেল আল-সুলতান এলাকায় ইসরাইলিরা এই বিপর্যয়ের মুখে পড়ে বলে জানিয়েছে আল-কাসসাম ব্রিগেড।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ এখনো এই ৮ সেনা নিহতের বিষয়ে কিছু বলেনি। তবে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরাইলের ৬৫০ জন সাধারণ সৈনিক ও অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। যদিও হামাস বলছে, ইসরাইলি সেনা নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। সূত্র: ইরনা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.