× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিশরের সিনাই মরুভূমিতে গাড়ি দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৫ জুন ২০২৪, ১০:৩০ এএম । আপডেটঃ ১৫ জুন ২০২৪, ১০:৩০ এএম

ছবি: সংগৃহীত

মিশরের সিনাই মরুভূমিতে একটি গাড়ি দুর্ঘটনায় নারী ও শিশুসহ একটি ইহুদি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। শনিবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহত তিনজন আরব শহর কাফর কাসিমের বাসিন্দা। তারা লোহিত সাগরের তীরবর্তী রিসোর্ট শহর নুওয়াইবাতে ছুটি কাটাচ্ছিলেন। নিহতরা হলেন- জুমানা আমের ও তার স্ত্রী নাজি আমের এবং তাদের দুই মাস বয়সি শিশু কন্যা।

এদিন সকালে স্থানীয় হাসপাতালে এসে ওই তিন ইসরাইলির মৃতদেহ নেওয়ার জন্য মিশরীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন এমকে আহমদ নামের এক ব্যক্তি। তিনি গণমাধ্যমকে বলছিলেন, ‘এটি একটি গুরুতর বিপর্যয়, বলার কোনো ভাষা নেই’। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.