× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ব্রিটেনের বিরোধী দল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ জুন ২০২৪, ০৭:৩৬ এএম । আপডেটঃ ১৩ জুন ২০২৪, ০৭:৩৭ এএম

ছবি: সংগৃহীত

সম্প্রতি ইউরোপের ৩ দেশ- আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এবার খোদ ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। আগামী ৪ জুলাই দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বচনকে সামনে রেখে বৃহস্পতিবার ইশতেহার ঘোষণা করেছে লেবার পার্টি।

নির্বাচনী ওই ইশতেহারে ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেনের প্রধান এই বিরোধী দল। খবর আরব নিউজের। লেবার পার্টির নির্বাচনী ওই ইশতেহারে বলা হয়, ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেশটিকে আমরা স্বীকৃতি দেবো।

এর আগে ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টিও প্রতিশ্রুতি দিয়ে ছিল, গাজায় যুদ্ধ শেষ হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে দলটি। এ পর্যন্ত বিশ্বের ১৩৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। গত ১০ই মে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভোটাভুটিতে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি দেশ ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ প্রাপ্তির পক্ষে ভোট দিয়েছে।ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদায় রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.