× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরেক মামলায় খালাস পেলেন ইমরান খান

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ জুন ২০২৪, ০৬:৫৩ এএম । আপডেটঃ ১৩ জুন ২০২৪, ০৬:৫৪ এএম

ছবি: সংগৃহীত

১৪৪ ধারা লঙ্ঘনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে শাহ মেহমুদ কুরেশি, সাদাকাত আব্বাসি এবং পিটিআই নেতা শেখ রশিদকেও খালাস দিয়েছেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত। আসামিদের বেকসুর খালাসের আবেদনের শুনানি নিয়ে সিভিল জজ মালিক ইমরান এ রায় দেন।

২০২২ সালে তাদের বিরুদ্ধে আই-৯ থানায় ১৪৪ ধারা লঙ্ঘন ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়েছিল। একই আদালত এর আগে ৯ মে আই-৯ পুলিশ স্টেশনে দায়ের করা মামলা থেকে পিটিআই নেতা শেহরিয়ার খান আফ্রিদি এবং অন্যান্য পিটিআই কর্মীদের খালাস দিয়েছে।

এর আগে ইমরান খান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে সাইফার মামলায় বেকসুর খালাস দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.