× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজেপিকে ঠেকানোই আমাদের লক্ষ্য: ইন্ডিয়া জোটের শরিক অখিলেশ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ জুন ২০২৪, ১১:৩০ এএম । আপডেটঃ ০৬ জুন ২০২৪, ০১:৪৫ এএম

ছবি: সংগৃহীত

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে দেশটির বৃহত্তম প্রদেশ ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে ব্যাপক ভরাডুবি ঘটেছে দলটির। এবারের নির্বাচনে উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টি (এসপি)। ফল ঘোষণার পর বুধবার ইনডিয়া জোটের বৈঠকে অংশ নিতে উত্তরপ্রদেশ থেকে নয়াদিল্লিতে গেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

বুধবার (৫ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ভারতীয় জনতা পার্টিকে থামানোর লক্ষ্য নিয়েছিল এসপি। একই সঙ্গে সংবিধান, গণতন্ত্র এবং কোটা সংরক্ষণের লক্ষ্যও ছিল তাদের। জনগণ তাদের ওপর ভরসা করে ভোট দিয়েছে।

দেশটির বার্তা সংস্থা এএনআইকে অখিলেশ যাদব বলেছেন, ‌‌‘‘এসপির লক্ষ্য ছিল বিজেপিকে থামানো। আমি জনসাধারণকে এটার পাশাপাশি তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। সংবিধান, গণতন্ত্র এবং কোটা সংরক্ষণে ভোট দিয়েছে জনগণ। আমরা আশা করছি, সামাজিক ন্যায়বিচারের পথে হাঁটার মাধ্যমে আমরা নেতাজি (সুভাষ চন্দ্র বসু) এবং সমাজবাদীদের স্বপ্ন পূরণ করতে পারবো।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.