× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিল্লিতে ‘শূন্য’ পাচ্ছে কেজরিওয়ালের দল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ জুন ২০২৪, ০৯:৪১ এএম । আপডেটঃ ০৪ জুন ২০২৪, ০৯:৪২ এএম

ছবি : সংগৃহীত

দিল্লিতে সংসদীয় আসন রয়েছে সাতটি। ভারতের রাজধানী শহর এবং দেশটির সংসদ ভবন অবস্থিত হওয়ার কারণে দিল্লির নির্বাচনী আসনগুলোকে গুরুত্বপূর্ণ মনে করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভোট গণনার প্রাথমিক ফল অনুযায়ী দিল্লির সাতটি আসনেই এগিয়ে রয়েছে ক্ষমতাসীন জোট বিজেপি। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও দিল্লির সবকটি আসনে জিতেছিল বিজেপি।

নির্বাচনী বিশ্লেষকেরা মনে করেছিলেন, এবারের চিত্র ভিন্ন হবে। বিজেপির হয়তো সবকটি আসনে জয় পাওয়া সহজ হবে না। কারণ গত এপ্রিলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির অভিযোগে কারাবন্দী করেছিল মোদি প্রশাসন। তারপর দিল্লিতে বিক্ষোভ করেছিল কেজরিওয়ালের দল আম আদমি পার্টির সমর্থকরা।

বিশ্লেষকরা ভেবেছিলেন, কেজরিওয়ালকে কারাবন্দী করার কারণে বিজেপির জনসমর্থন কমতে পারে। তার প্রভাব পড়তে পারে ভোটের বাক্সে।

ভোট গণনার সর্বশেষ ফলাফলে দেখা গেছে, দিল্লির সবকটি আসনেই বিজেপি এগিয়ে রয়েছে।

গত মাসে জামিনে মুক্তি পেয়েছিলেন আরবিন্দ কেজরিওয়াল। পরে জামিনের মেয়াদ শেষে ২ জুন তিনি আবার কারাগারে ফিরে গেছেন। 

মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভারতজুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। 

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হয়েছে ১ জুন। দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.