× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওমানে ব্যাপক ধরপাকড়, ৫৫ বিদেশি গ্রেপ্তার

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৮ মে ২০২৪, ০৭:২৬ এএম । আপডেটঃ ২৮ মে ২০২৪, ০৭:২৬ এএম

সংগৃহীত

শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে ওমান। এই আইন লঙ্ঘনের দায়ে দেশটির রাজকীয় পুলিশ অন্তত ৫৫ বিদেশিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় ওমানের রাজকীয় পুলিশ বিদেশিদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।

আইনলঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এক্সে দেওয়া বার্তায় ওমান পুলিশ বলেছে, বিদেশি শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ৫৫ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওমানের পুলিশ বলেছে, সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে আল দাহিরাহ ও আল দাখিলিয়াহ প্রদেশের পুলিশ সদস্যরা স্পেশাল টাস্ক ইউনিটের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করেছে।

আল দাহিরাহ প্রদেশে অভিযানের সময় শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের ১২ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ওই প্রদেশের বিভিন্ন খামারে কর্মরত ছিলেন।

একইভাবে আল দাখিলিয়া প্রদেশে অভিযান চালিয়ে এশিয়ার বিভিন্ন দেশের ২৫ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারকৃতরা কোন কোন দেশের নাগরিক সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি দেশটির কর্তৃপক্ষ। এছাড়া তাদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক আছেন কি না সেটিও জানা যায়নি।

দেশটির সংবাদমাধ্যম বলেছে, পৃথক অভিযানে উত্তর আল বাতিনাহ প্রদেশের পুলিশ নৌকায় করে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টার সময় এশিয়ার কয়েকটি দেশের ১৮ নাগরিককে গ্রেপ্তার করেছে।

এ সময় অবৈধভাবে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকারীদের বহনকারী নৌকাও জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওমানের পুলিশ নিশ্চিত করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.