× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইন্ডিগোর উড়োজাহাজে বোমা আতঙ্ক, যাত্রীদের তল্লাশি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৮ মে ২০২৪, ০৪:৪৩ এএম । আপডেটঃ ২৮ মে ২০২৪, ০৪:৪৩ এএম

প্রতীকী ছবি

ইন্ডিগোর একটি উড়োজাহাজে বোমা হামলার হুমকির পাওয়ার জেরে সোমবার ভোরে ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে হইচই পড়ে যায়। পরে তাড়াহুড়া করে বিমানের সব যাত্রীকে নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। খবর এনডিটিভির

সোমবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে ভারতীয় এয়ার লাইন ইন্ডিগোর ফ্লাইট ৬ই২২১১ এর দিল্লি বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সেটিতে বোমা হামলার হুমকি পাওয়ার কারণে রানওয়ে থেকে উড়াল দেওয়ার কয়েক মিনিট আগে সেটির যাত্রা স্থগিত করা হয়। পরে সব যাত্রীকে জরুরি নির্গমন পথ দিয়ে বাইরে বের করে তল্লাশি অভিযান শুরু করা হয়।

তবে উড়োজাহাজটিতে সন্দেহ করার মতো কিছু খুঁজে পাওয়া যায় নি।

ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, ‘উড়োজাহাজটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সব ধরনের নিরাপত্তা তল্লাশির পর সন্তুষ্ট হওয়া গেলে সেটিকে পুনরায় টার্মিনালে নিয়ে যাওয়া হবে।’

এর আগে গত ১৫ মে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের টয়লেটের ভেতর একটি টিস্যু পেপারের উপর ‘বোমা’ লেখা পাওয়া যায়। পরে পুলিশ উড়োজাহাজটি ভালো করে তল্লাশি করার পরও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.