× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জননিরাপত্তামন্ত্রী লামকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিল ভিয়েতনাম

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২২ মে ২০২৪, ০৭:৩৩ এএম । আপডেটঃ ২২ মে ২০২৪, ০৭:৩৪ এএম

ভিয়েতনামের জননিরাপত্তামন্ত্রী তো লাম দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ছবি: সংগৃহীত

একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামের জননিরাপত্তামন্ত্রী তো লাম দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ বুধবার ভিয়েতনামের পার্লামেন্ট তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, এর মধ্য দিয়ে পরবর্তী সময়ে ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে লাম এক ধাপ এগিয়ে গেছেন।

গত সোমবার ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি ত্রান থান মানকে নিয়োগ দেওয়া হয়। আর এরপর আজ বুধবার লামকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই মাস ধরে চলা রাজনৈতিক উত্তেজনার আপাতত অবসান হবে বলে আশা করা হচ্ছে। পাঁচ শীর্ষ নেতার মধ্যে তিনজনের পদত্যাগকে কেন্দ্র করে এ উত্তেজনা দেখা দেয়।

গত সপ্তাহে ক্ষমতাসীন লামকে ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে কমিউনিস্ট পার্টি। এরপর লামকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার জন্য পার্লামেন্টে গোপন ব্যালটে ভোট হয়। এ পদের জন্য তিনি একমাত্র প্রার্থী ছিলেন। পার্লামেন্ট সদস্যরা সর্বসম্মতভাবে তাঁকে ভোট দিয়েছেন।

৬৬ বছর বয়সী লাম ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়েছেন। দুর্নীতি নির্মূলের লক্ষ্য নিয়ে তিনি এ অভিযান শুরু করলেও সমালোচকেরা মনে করেন, রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব চলাকালে বিরোধীদের ঠেকানোর জন্য এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন লাম।

আজ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর লাম আইনপ্রণেতাদের বলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে অবিরাম লড়াই চালিয়ে যাবেন।

ভিয়েতনামে প্রেসিডেন্ট পদটি অনেকটাই আনুষ্ঠানিক। তবে এটি দেশটির ‘চার স্তম্ভ’ হিসেবে পরিচিত শীর্ষ চারটি পদের একটি। অন্য পদগুলো হলো দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট স্পিকার।

ক্যানবেরায় অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স একাডেমির ইমেরিটাস অধ্যাপক এবং ভিয়েতনাম বিশেষজ্ঞ কার্ল থায়ের বলেন, লামকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পর রাজনৈতিক উত্তেজনা সাময়িকভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

তবে গুরুত্বপূর্ণ লড়াইটা এখনো বাকি। ২০২৬ সালে কমিউনিস্ট পার্টির প্রধান এনগুয়েন ফু ত্রং-এর পাঁচ বছরের মেয়াদ শেস হবে। থায়ের মনে করেন, লাম দলটির মহাসচিব (দলীয় প্রধান) হওয়ার জন্য তাঁর প্রেসিডেন্ট পদটিকে ব্যবহার করতে পারেন।

লামকে জননিরাপত্তামন্ত্রী হিসেবে অব্যাহতি দেওয়ার ব্যাপারে আজ ভিয়েতনামের পার্লামেন্টে ভোটাভুটি হতে পারে। তবে এ পদে নতুন করে কাকে নিয়োগ দেওয়া হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.