× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরে বাড়ল তেলের দাম

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২০ মে ২০২৪, ১৩:৩৫ পিএম । আপডেটঃ ২০ মে ২০২৪, ১৩:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

তেলসমৃদ্ধ দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তা নিহত এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের অসুস্থ হয়ে পড়ার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অনুযায়ী, তেলের দাম সোমবার দুপুরে ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলে দর ৮৪.৪৩ ডলার পর্যন্ত উঠলেও পরে তা কমে হয়েছে ৮৪.৩৯ ডলার, যা গত ১০ মে-র পর সর্বোচ্চ।

অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও (ডব্লিউটিআই) একই সময়ে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ৮১ ডলারে লেনদেন করেছে, যা আগের সেশন ছিল ৭৯ দশমিক ৫৮ ডলার। অর্থাৎ আগের তুলনায় দাম বেড়েছে শূন্য দশমিক ২৯ শতাংশ। ডব্লিউটিআই তেলের জুনের চুক্তি শেষ হচ্ছে মঙ্গলবার। জুলাইয়ের চুক্তিতে ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বাড়িয়ে দর হয়েছে ৭৯.৮৯ ডলার।

আইজি মার্কেটস বিশ্লেষক টনি সাইকামোর বলেন, সৌদি বাদশাহর স্বাস্থ্য সমস্যার সঙ্গে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর তেলের বাজারে অনিশ্চয়তা যোগ করেছে। তেলের মূল্য আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, আমি মনে করি, এমন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। গত সপ্তাহে চীনের ঘোষণাও এখানে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। নেদারল্যান্ডস ভিত্তিক আর্থিক সেবা কোম্পানি আইএনজির পণ্য কৌশল বিভাগের প্রধান ওয়ারেন প্যাটারসন বলেন, তেলের বাজার মূলত নির্দিষ্ট সীমার মধ্যে আটকে আছে। নতুন কোনো অনুঘটক বা কারণ ছাড়া এই ঘেরাটপ ভাঙতে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর অবস্থান বোঝার জন্য অপেক্ষা করতে হবে।

আগামী ১ জুন পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো সংস্থা ও মিত্রদের গ্রুপ ওপেক প্লাস বৈঠকে বসবে। এর আগে, রোববার (১৯ মো) আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। তাবরিজ থেকে ৫০ কিলোমিটার দূরে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি।

প্রেসিডেন্টের বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিরাপদে ফেরা হেলিকপ্টারে ছিলেন ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহনমন্ত্রী মেহরদাদ বজরপাশ। সোমবার বিধ্বস্ত হেলিকপ্টারটি শনাক্ত হওয়ার পর তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করে ইরার রাষ্ট্রীয় টিভি। ৬৩ বছর বয়সী রাইসিকে সর্বোচ্চ নেতা খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো।

অন্যদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বাবা বাদশাহ সালমানের অসুস্থতার কারণে রাষ্ট্রীয় জাপান সফর স্থগিত করেছেন। আজ সোমবার সফরটি শুরু হওয়ার কথা ছিল বলে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.